বলা না বলা !!!!
বলতে ইচ্ছে সবারই করে কিন্তু ইচ্ছে করলেই বা বলতে দিচ্ছে কে? তুমি ভালোমানুষ যদি তুমি চুপ করে থাক, মুখফুটে কিছু না বল; আর যদি একান্তই ইচ্ছে করে কথা বলতে তাহলে সুবিধের কথা বল, যা সবার শুনতে ভালো লাগে।যেই তুমি এমন কিছু বলে বসলে যা একটু হলেও অন্য রকম শোনাচ্ছে তোমার কথা বন্ধ করতে লোকের অভাব হওয়ার কথা নয়।
মনের কথা এখন মনেই গুমরে মরে, আগেও হয়ত এমনটাই হত, কিন্তু এখন তো আমরা দাবী করি যে আমরা স্বাধীন, ইচ্ছে মত চিন্তা করা কথা বলার স্বধীনতা আমাদের আছে, তবে এই অদৃশ্য বন্ধন কেন আমাদের মনে? কাগজে কলমে বাক স্বাধীনতা থাকলেই বাস্তবে হয়ত তা পাওয়া অতটা সোজা কম্ম নয়।
মাথায় মাঝে মাঝে ভীর জমে যায় না বলা কথাদের, সব ভয় নিষেধ ভেঙ্গে তারা বেরিয়ে আসতে চায়।কিন্তু যা মন চায় ভদ্র সমাজে তা করা চলে না, যাদের মন কথা বলে না শুধু চুপ করে সব শোনে , কিছু না ভেবে পালন করে তারাই হয়ত প্রকৃতপক্ষে ভদ্র। যারা শুধু ভাবে, আবলতাবল কথা বলে তারা হয়ত অতটা ভদ্র হয়ে উঠতে পারেনি।সবসময় যখন নানা নিয়মের বেড়াজালে দমবন্ধ হয়ে আসে তখন গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করে মনের সব কথা, বলতে ইচ্ছে করে ভদ্রতার মুখোশপড়ে যেসব অনৈতিক মানুষগুলো দাপিয়ে বেড়াচ্ছে তাদের চুপ করতে, আর সকলের মনের কথা শুনতে, যাদের মন কথা বলে না, যারা ন্যায় অন্যায়কে তোয়াক্কা করে না, তাদের কথা বলার কোনো অধিকার নেই, কথা বলা উচিত মানবিকতার, কথা বলা উচিত সহানুভুতির কথা বলা উচিত সাহসের, নইলে চারপাশ এমনিতেই নিস্তব্ধ লাগে বহু মানুষের ভীরে।
No comments:
Post a Comment